"স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক" শ্লোগানে ময়মনসিংহের গফরগাঁওয়ে ভূমিসেবা সপ্তাহ- ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুন) উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিসের সামনে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন।
পরে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি।
আলোচনা সভায় বক্তারা ভূমিসেবার বিষয়ে উপস্থিত সকলের মধ্যে ভূমি সংক্রান্ত জটিল সমস্যার সহজ সমাধানে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় পৌরসভাসহ উপজেলার ১৫ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৪ জুন পর্যন্ত এই সেবা সপ্তাহ পালিত হবে।