দেশের পাঠক নন্দিত বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিনের ১৮ বছর পূর্তি এবং ১৯ বছরে পদার্পণ উপলক্ষে নওগাঁর পোরশায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার বিকালে একটি র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব।
প্রধান অতিথি ছিলেন ইউএনও মোঃ আরিফ আদনান। বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান খোকন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু। যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি এম রইচ উদ্দিনের উপস্থাপনায় এ সময় নিতপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক, পল্লী জীবীকায়ন কর্মকর্তা মঞ্জুর মোরশেদ, ঘাটনগর-মশিদপুর ইউনিয়ন ভূমি উপণ্ডসহকারি কর্মকর্তা মাহবুব হোসেন, নিতপুর-তেঁতুলিয়া ইউনিয়ন ভূমি উপণ্ডসহকারি কর্মকর্তা সাখোয়াত হোসেন, গাঙ্গুরিয়া-ছাওড় ইউনিয়ন ভূমি উপণ্ডসহকারি কর্মকর্তা ফরহাদ হোসেন শাহ্, মিউটেশন ক্লার্ক আবদুল হামিদ, নাজির সবুজ সরদার, নিতপুর স্কুল এ- কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল খালেক, প্রেস ক্লাব সহ-সভাপতি কামরুজ্জামান সরকার, সাংগঠনিক সম্পাদক প্রভাষক এনামুল হক সহ কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।