নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে দুটি পরিবারের সর্বস্ব। এটি ঘটেছে ৭ জুন উপজেলার খাতামধুপুর ইউনিয়নে।
জানা যায়, ওই ইউনিয়নের হামুরহাট বৈরাগীপাড়ার দিনমজুর শ্রী কৃষ্ণ মহন্ত ও শ্রী পরি মহন্তের বাড়িতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত। মুহুর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এ সময় দুই পরিবারের সব কিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস তারাগঞ্জ ইউনিটের প্রচেষ্ঠায় আশেপাশের বাড়িগুলো রক্ষা পায়।
এ ব্যাপারে পরি মোহন্ত জানান, এতে তাদের প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন এখন পর্যন্ত কেউ ঘটনা স্থান পরিদর্শনে আসেননি। ক্ষতিগ্রস্ত দুই পরিবার সরকারি সাহায্যের আশায় রয়েছেন।
এ ব্যাপারে খাতামধুপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ রানা পাইলট জানান,আমি খবর পেয়ে সেখানে গিয়ে তাদের খোঁজ খবর নিয়েছি। আমার ব্যক্তিগত তহবিল থেকে সাহায্য করার চেষ্ঠা করছি।