ঝিনাইদহের কালীগঞ্জে বিনামুল্যে প্রায় ৬শ কৃষককে গ্রীষ্মকালীন পেয়াজ ও সার প্রদান করা হয়েছে। ২০২৪-২৫ খরিপ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় গ্রীষ্মকালীন পেয়াজ ও রোপা আমন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে এই উপকরন প্রদান করে কৃষি অফিস।
শনিবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শিবলি নোমানী। উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: শফিকুজ্জামান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন প্রমুখ।
কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় ৬শ কৃষককে পেয়াজ চাষে উদ্বুর্দ্ধ করতে তাদের মাঝেএই বীজ ও সার প্রদান করা হয়।