গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের প্রধান সড়কে স্থায়ী তোরণ নির্মাণের ফলে নিত্য তৈরি হচ্ছে যানজট। বেড়েছে যানবাহন সহ সাধারণ মানুষের দুর্ভোগ। এক বছরের অধিক সময় ধরে এই তোরণ গুলো নির্মাণ করা হয়েছে। কিছুদিন পর পর বিভিন্ন দিবস উপলক্ষে রাজনৈতিক দলের নেতাদের নাম ও ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন পরিবর্তন হয়। দিবস চলে গেছে ব্যানার ফেস্টুন গুলো ছিড়ে গেছে। বর্তমানে তোরণ গুলো জড়াজীর্ণ অবস্থায় পড়ে আছে। যে কোন সময় এই তোরণ গুলোর কারণে সড়কে লেগে থাকে যানজট এবং যেকোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা পরিষদ থেকে কাপাসিয়া সদর বাস টার্মিনাল এলাকার ফকির মজনু শাহ্ সেতু পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক। এটি একমাত্র সড়ক উপজেলা পরিষদে যাতায়াতের জন্য। এই এক কিলোমিটার সড়ক জুড়ে ১৪ টিরও বেশি তোরণ ছিল। যেগুলো বিভিন্ন দিবস ও উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বানানো হয়েছিল। উপজেলা পরিষদের নির্বাচনের সময় প্রার্থীদের বানানো তোরণ গুলো নির্বাচন কমিশনের নির্দেশে নির্বাচনের আগে অপসারণ করা হয়েছে। বর্তমানে ছয়টি তোরণ এখনো বিদ্যমান রয়েছে।
উপজেলা পরিষদের প্রধান ফটকের পশ্চিম পাশে সড়কে একটি, কাপাসিয়া বাজার ও থানার মোড় এলাকার তোরণটি ইতোমধ্যে অপারেশন করা হয়েছে। এই তোরণটি পূর্ব দিকের একটি ব্যাংকের সাইনবোর্ডে দীর্ঘদিন হেলে আটকে ছিল। এই সড়ক দিয়ে আরেকটু পশ্চিমে গেলে সড়কের দক্ষিণ পাশে রয়েছে কলেজ রোড মোড়। এই মোড়ের পশ্চিম পাশে আরেকটি তোরণ রয়েছে। এটি বাজারের মধ্যবর্তী স্থান হওয়ায় এখানে একটি সিএনজি ও অটোরিকশা স্টেশন গড়ে উঠেছে। সড়কটির দুই পাশে প্রায় ৫ ফুট জায়গা দখল করে এই তোরণটি তৈরি করে রাখা হয়েছে। সিএনজি-অটোরিকসা স্টেশন ও তোরণ দুইয়েমিলে সর্বক্ষণ এখানে যানজট লেগেই থাকে। সড়কটি দিয়ে আরেকটু পশ্চিমে গেলে রেডিয়াম ডায়গনস্টিক সেন্টারের পূর্ব পাশে রয়েছে তেমনি আরেকটি তোরণ। এর থেকে আরেকটু পশ্চিমে কাপাসিয়া বাজারে প্রবেশের রাস্তা (যা পুরনো ফেরিঘাট মোড় নামে পরিচিত) এই মোড়ের দক্ষিণ পাশে রয়েছে কাপাসিয়া পল্লী বিদ্যুতের জোনাল অফিস। পল্লী বিদ্যুৎ অফিসে প্রবেশের আগে হাতের ডানে রয়েছে আরেকটি তোরণ যেটি ফুটপাতের উপর তৈরি করা হয়েছে। এ মোড়ে রয়েছে কাঁঠাল বাজার যার ফলে এখানে প্রতি হাটবার দিনসহ প্রায় প্রতিদিনই লেগে থাকে যানজট। এই সড়কটির দুপাশেই রয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। রয়েছে ১৫টির অধিক ব্যাংক। রয়েছে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। রয়েছে কয়টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। আরেকটু সামনে এগিয়ে গেলে কাপাসিয়া বাস টার্মিনাল এই বাস টার্মিনাল বরাবর উত্তর দক্ষিণে রয়েছে আরেকটি তোরণ। তার উত্তর পাশেই রয়েছে ফকির মজনু শাহ সেতু। সেতুতে উঠতেই রয়েছে আরেকটি তোরণ। যেটি ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ভাঙচুর অবস্থায় রয়েছে। যেকোনো সময় সড়কে ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। এই এক কিলোমিটার ব্যস্ত সড়কের দুপাশে অটো ও সিএনজি বিভিন্ন স্থানে দাঁড়িয়ে থাকে যাত্রীদের অপেক্ষায়। অটোরিকশা থেকে শুরু করে সিএনজি, প্রাইভেট কার, মিনিবাস, মিনি ট্রাক, ড্রাম ট্রাক, ট্রলিসহ সকল প্রকার ছোট বড় যানবাহন এই সড়ক দিয়ে প্রতিনিয়ত চলাচল করে। এরকম একটি ব্যস্ততম সড়কে এ ধরনের তোরণ দীর্ঘ দিন ধরে নির্মাণ করে রাখার ফলে জনদুর্ভোগ সৃষ্টি করে রেখেছে।
কাপাসিয়া বাজারের কলেজ রোড সংলগ্ন এলাকায় সড়কের উপরে নির্মিত তোরণটি ফুটপাত ও দোকানের সামনে দীর্ঘদিন নির্মাণ করে রাখা হয়েছে। মোড় এলাকার কয়েকজন ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা জানান, এই মোড়ের উত্তর পাশে রয়েছে কাপাসিয়া বাজার। দক্ষিণ পাশে রয়েছে কয়েকটি বেসরকারি ব্যাংক এবং কাপাসিয়া কলেজে যাতায়াতের রাস্তা। এই মোড়ের মধ্যে তোরণটি বহুদিন হলো তৈরি করা হয়েছে। কিছু দিন আগে একটি মাল বোঝাই বড় ট্রাক তোরণের উপরের অংশে আটকে যায়। আটকে যাওয়ার ফলে ওইদিন প্রায় আধা ঘন্টা এই সড়কে যান চলাচল বন্ধ থাকে।
সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে তোরণ নির্মাণ করে রাখার বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান বলেন, এই তোরণ গুলি নির্মাণ যারা করেছেন তাদেরকে বলছি অপসারণ করে নেয়ার জন্য। সেটি অনেক দিন হয়ে গেছে। যদি তাঁরা সরিয়ে না নেয় তাহলে আইনগত প্রক্রিয়ায় অপসারণের ব্যবস্থা গ্রহণ করা হবে।