"স্মার্ট ভূমি সেবা ,স্মার্ট নাগরিক" এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম ফয়সাল। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব জানান,ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ১০জন ভূমিহীনকে ভূমি উপহার দেয়া হবে,জুন মাসের ভেতর ভূমি উন্নয়ন কর আদায় করা চেষ্টা করা ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ ও সেমিনারের আয়োজন এবং ই-মিউটেশনের বিষয় জন সাধারনের মাঝে ব্যাপক প্রচার করা হবে। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বাঘাসুরা ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইউনুছ মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি মিজানুর রহমান প্রমুখ।