হবিগঞ্জের মাধবপুরে ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে। “সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ” প্রকল্পের আওতায় শনিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল এ মেলার উদ্বোধন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌমুহনী ইউ/পি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবদুস সাত্তার বেগ ,সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মামুন ,পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সাল চৌধুরী ,বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাব্বির হাসান প্রমুখ। উদ্বোধন শেষে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।