দিনাজপুরের চিরিরবন্দরে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্নসচিব মাধ্যমিক শিক্ষা অফিসের নব-নির্মিত ভবন পরিদর্শন করেছেন। গতকাল ৮ জুন শনিবার সকাল ১০ টায় শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্নসচিব ও প্রকল্প পরিচালক সরোজ কুমার নাথ চিরিরবন্দরে নির্মিতব্য মাধ্যমিক শিক্ষা অফিস কমপ্লেক্স পরিদর্শনে আসলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হক স্বাগত জানান। পরিদর্শনকালে তিনি কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফজলে এলাহী, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামী, প্রধান শিক্ষক মোরশেদ উল আলম, প্রধান শিক্ষক মোঃ মাহতাব উদ্দিন সরকারসহ ঊর্ধ্বতন প্রকৌশলীবৃন্দ সাথে ছিলেন।