নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলা নির্বাচনের কারণে কিছুদিন চিনির সিন্ডিকেট চক্র বন্ধ থাকলেও ফের সক্রিয় হয়ে উঠেছে কালোবাজারীরা।
দেখা যাচ্ছে দিনের দৃশ্যপট পাল্টিয়ে রাতভর হ্যানটলি, লড়ী, ট্রাক ও পিকাপ ভ্যানে গোবিন্দপুর বাউসাম বরুয়াকোনা নতুন বাজার হয়ে কলমাকান্দা বিভিন্ন ব্যক্তি নামীও গোডাউনে হাজার হাজার চিনি বস্তা রাতভর ট্রাক লড়ী ভ্যানে করে ডুকছে কিন্তু প্রশাসন নিরব ভূমিকায় রয়েছে!
দৃশ্যমান এ উপজেলা সদরের চাঁনপুর মোড়ের বিভিন্ন জায়গায় ২০ টিরও বেশি চিনির গোডাউন মজুদদার রয়েছে। একেকটি মজুদদারের সাথে ৬-৭ জন করে শেয়ারে জড়িত রয়েছে। এই সক্রিয় চিনি সিন্ডিকেট চক্রের নৈপথ্যে যারা রয়েছে- ১। সদর ইউপি সদস্য চানঁপুরের এমদাদুল হক, ২। আনন্দপুরের স্মাগলার রফিক, ৩। শিববাড়ি রোডের কাচাধন, ৪। মন্তলা গ্রামের শ্রমিকনেতা আলামিন, ৫। গজারমারি গোবিন্দপুরের জয়-জিয়া, ৬। চত্রংপুর গ্রামের মনির, ৭। চত্রংপুরের টিপু সুলতান, ৮। পূর্ব বাজারের কামরুল, ৯। রংছাতি ডায়ারকান্দার জুই, ১০। নাজিরপুরের বাচ্চু রতন, ১১। কেশব বনিক, সঞ্জয় কর, হালিম, নুরুজ্জামান, রিগেন ছাড়াও আরও অনেকেই এই চিনি কান্ডের সাথে জড়িত।
এই দৃশ্যমান চিনি সিন্ডিকেট চক্রের দৌরাত্ম্য বিষয়ের ওপর উপজেলা প্রশাসনের কোন প্রতিরোধ পদক্ষেপ নেই। তারা যেনো উদাসীন। তাদের সামনে দিয়েই প্রতিদিন কালোবাজারীরা হাজার হাজার চিনি বস্তা এ উপজেলা হতে বিভাগীয় শহরগুলোতে বিভিন্ন পরিবহনের মাধ্যমে এই সিন্ডিকেট চক্রের হুতাগণ দলীয় প্রভাব কাটিয়ে দেদারসে নিয়ে যাচ্ছে।
শনিবার দুপুরে সীমান্তে ঘুরতে গিয়ে দৃশ্যমান এই চিনির বহনকারী শ্রমিকেরা ওপার ভারতের সীমান্ত থেকে মাথা ও পিটে বহন করে শত শত বস্তা নিয়ে আসার চিত্র চোখে পড়ে।
এদের মধ্যে সক্রিয় কয়েকজন চিনি ব্যবসায়ী বলেন, এখানকার সব নেতারাই এ ব্যবসার সাথে জড়িত। আমরা কি দোষ করেছি। আমরা কি পুলিশ ডিবি প্রশাসনকে টাকা না দিয়ে করছি, আপনাদের মত সাংবাদিকেরাও টাকা নেয় আমাদের কাছ থেকে।
ওপর দিকে পুলিশ টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, আমরা তো তৎপর আছি ওইসব চিনি সিন্ডিকেট চক্রের ওপর। তবে দেখা গিয়েছে যারা চিনি ব্যবসার সাথে জড়িত তারা সবাই দলীয় নেতাকর্মী,তাদের কাছে আমরা অসহায়;।
অপরদিকে এই চিনি সিন্ডিকেট চক্র পরিবহনের সাথে জড়িত হয়ে পড়ছে ১২-১৪ বছর বয়েসী ছোট ছোট কিশোরেরা। যে বয়সে ওরা স্কুলে পড়ার কথা সেই বয়সে এরা কিশোরগ্যাং নামে পরিচিত হয়ে উঠছে। এদিকেও প্রশাসনের কোন পদক্ষেপ নেই। যেনো চিনি আর চিনিতে সয়লাব এ উপজেলা। এ যেনো দেখার কেউ নেই!?