উত্তরবঙ্গের সর্ববৃহৎ দিনাজপুরের কাহারোল উপজেলার একমাত্র শনিবারে গরুর হাট পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জমে উঠেছে কোরবানীর পশুর হাট।
শনিবার কাকডাকা ভোর হতে জেলার বিভিন্ন উপজেলা এবং পার্শ্ববর্তী ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা থেকে ট্রাক ও ভটভটিতে গরু বিক্রয়ের জন্য কাহারোল হাটে নিয়ে আসে বিক্রেতারা।
সকাল থেকে ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে কোরবানীর জন্য পাইকার ও ক্রেতারা গরু ক্রয় করার জন্য হাটে এসেছেন। শনিবার কাহারোল হাটে প্রচুর পরিমানে গরু, ছাগল, ভেরা অনেক পশু উঠেছে হাটে। ক্রেতারা বলছেন গতবারের চেয়ে এবার ছোট গরুর দাম অনেক বেশি। বিক্রেতারা বলছেন ভিন্ন কথা, তারা বলছেন প্রতিটি গরু গত বছরের তুলনায় এবার সাত থেকে দশ হাজার টাকা দাম বেশি। টাঙ্গাইল জেলা হতে গরু ব্যবসায়ী রশিদ জানান, গত এক যুগ ধরে তিনি কাহারোল হাট থেকে গরু ক্রয় করে রাজধানীতে বিক্রি করেন।
এবারো তিনি তার লোকজন নিয়ে এসেছেন কোরবানীর গরু কেনার জন্য। তবে আগের তুলনায় একটু গরুর দাম বেশি। অপর ব্যবসায়ী ফেনী থেকে এসেছেন গরু ক্রয় করার জন্য তিনি বলেন, অন্যান্য হাটের তুলনায় কাহারোল হাটে গরুর দাম শনিবার একটু বেশি। বিক্রেতা শফিকুল জানান, গরুর প্রকার ভেদে একটু দাম বেশি রয়েছে। তবে বড় গরুর তুলনায় ছোট গরুর দাম একটু বেশি। অপর ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, বাজারে প্রচুর পরিমানে গরু আমদানি হয়েছে। ক্রেতা বেশির থাকার কারণে দাম একটু বেশি।
কাহারোল প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে কাহারোল উপজেলায় ৬ হাজার ৫ শ ৫৫ টি ছোট বড় ও মাঝারি খামার রয়েছে। বর্তমানে কাহারোল উপজেলায় গরু, ছাগল, ভেড়া মিলে রয়েছে ১৭ হাজার ৮শ ১টি। চাহিদা রয়েছে ১৫ হাজার ৩শ ১২টি। উদ্ভিদ রয়েছে ২ হাজার ৪ শ ৮৯টি। ছাগল ও ভেড়া রয়েছে ৮ হাজার ৫ শ ৬৯টি।
কোরবানী উপলক্ষে প্রচুর গরু, ছাগল আমদানি করা হয়েছে। গরুর হাটটি নির্ধারিত স্থান ছেড়ে বিভিন্ন জায়গায় বিশাল এলাকা জুড়ে বসেছে। এমনকি হাটের ভিতরে প্রবেশ মুখের সড়কে দু ধারে অনেকেই গরু নিয়ে দাঁড়িয়ে আছেন।
কোরবানীর এই হাটকে উৎসবের আমেজও বিরাজ করছে। হাটে পাইকারদের উপস্থিতি ছিল অনেক বেশি। তেমনি সাধারণ ক্রেতাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত। ক্রেতারা তাদের পছন্দের মত গরু ছাগল ক্রয় করছে।
কাহারোল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু সরফরাজ হোসেন জানান, কোরবানি উপলক্ষে কাহারোলে হাটে প্রাণিসম্পদ বিভাগের লোকজন কাজ করছেন। কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রশাসন সব রকম সহযোগীতা করছেন ক্রেতা ও বিক্রেতাদের। কাহারোল হাট ইজারাদার মোঃ আতিকুল ইসলাম জানান, রাস্তায় যাতে কোন সমস্যা না হয় চলাচলের সেই জন্য তিনি চোকিদার সহ বিভিন্ন লোকজন রেখেছেন।