স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক এই শ্লোগানকে সামনে রেখে বরিশাল জেলায় আগৈলঝাড়া উপজেলা ভূমি অফিসের আয়োজনে ৮ জুন শনিবার থেকে স্মার্ট ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে। সকাল ১১টায় উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন অনুসরণ করে বর্তমান সরকার স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলেছে। এ ব্যবস্থাপনায় নাগরিক সেবা প্রাপ্তি সহজ ও সুন্দর হয়েছে। নাগরিক সেবা প্রাপ্তির সুবিধা গ্রহণ করতে নাগরিকদের স্মার্ট হতে হবে। ভূমি সেবা সপ্তাহ ভূমি ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সচেতনতা সৃষ্টি করবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসাইন, পয়সা স্কুল এ- কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, উপজেলা ভূমি অফিস পেসকার নূরুজামান, নাজির সোহেল আমিন, পয়সা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রবীনাথ দাশ গুপ্ত, গৈলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা রেজাউল করিম, উপ সহকারী কর্মকর্তা উত্তম বেপারী, সাংবাদিক এসএম ওমর আলী সানি প্রমুখ।