জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হাট-বাজারের দোকান মালিকদের ভয়ভীতি দেখিয়ে ফায়ার লাইন্সেস ও অগ্নি নির্বাপক লাল বোতল (ফায়ার এক্সটিনগুইসার) বিক্রির অভিযোগ উঠেছে ফায়ার সার্ভিস এ- সিভিল ডিফেন্সের ড্রাইভার বিরুদ্ধে।
অভিযোগ ও সরেজমিনে যানা গেছে, ক্ষেতলাল উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে কর্মরত গাড়ীচালক রায়হান আলী (চঘ-১৫৭২) উপজেলার বিভিন্ন বাজারে দোকান মালিকদের নিকট অগ্নি নির্বাপক যন্ত্র (ফায়ার এক্সটিনগুইসার) সিলিন্ডার বিক্রির লক্ষে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে বাজার মূল্যে থেকে দ্বিগুণ দামে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।
ইটাখোলা বাজারে হোটেল ব্যবসায়ী ভুক্তভোগী আক্কাছ আলী বলেন, ফায়ার সার্ভিস অফিসের গাড়ীচালক রায়হান আলী দোকানে এসে আমার সাথে খারাপ আচরণ করে এবং আমাকে হুমকিদেয় অগ্নি নির্বাপক লাল বোতল কিনতে হবে। আরও বলেন, আমার কাছ থেকে না কিনলে ম্যাজিস্ট্রেট দিয়ে জরিমানা করাব। তার এমন আচরণের প্রতিকার চেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধোতন বরাবর লিখিত অভিযোগ করেছি।
উপজেলার মনঝার বাজার,চৌমুহনী, ইটাখোলা, শিমুলতলী, মধুপুকুর ও ফুলদিঘি বাজার এবং ক্ষেতলাল সদর খোসবদন মাদ্রাসাসহ প্রায় শতাধিক দোকানে চড়া দামে এসব সিলিন্ডার বিক্রি করে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিয়েছেন ওই কর্মচারী। সে লাইসন্সে নবায়ন, অগ্নি নির্বাপক সিলিন্ডার রিফিলেও অতিরিক্ত ফি আদায় ও মেয়াদ উর্ত্তীণ সিলিন্ডারের স্টীকার পরিবর্ত করে গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ওই কর্মচারী রায়হানের অসৎ আচরণ ও অবৈধ সিলিন্ডার বিক্রির প্রতিকার চেয়ে ওই দপ্তরের উদ্ধোতনের নিকট লিখিত অভিযোগ করেছেন ইটাখোলা বাজারের হোটেল ব্যবসায়ী আক্কাছ আলী ও ফায়ার স্টেশনের পাশে বসবাসকারী দলিল লেখক সিরাজুল ইসলাম।
গত একবছরে এভাবেই উপজেলার বিভিন্ন বাজারে ব্যক্তি মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানে ৫ লিটার এবিসি অগ্নিনির্বাপক সিলিন্ডার বিক্রি করেছে ২ হাজার পাঁচশত থেকে ৩ হাজার দুইশত টাকা পর্যন্ত। এ ছাড়া প্রতি সিলিন্ডার রিফিলের স্বাভাবিক চার্জ ১২৫ -১৫০ টাকা হলেও এ ক্ষেত্রে আদায় করা হয়েছে ৮০০ টাকা থেকে ১০০০ টাকা।
অভিযোগে জানাযায়, উপজেলার বিভিন্ন বাজারে ব্যবসা প্রতিষ্ঠান, ক্লিনিক, সাইকেল স্টোর, হার্ডওয়ার, কীটনাশক দোকান ও শিক্ষা প্রতিষ্ঠানে তার সহযোগী ফায়ারম্যানদের নিয়ে বাজারে গিয়ে অগ্নি প্রতিরোধ ও নির্বাপক আইন-২০০৩ এর আলোকে অগ্নি নির্বাপক যন্ত্র ক্রয়ের পরামর্শ দেন।
পরে গাড়ীচালক রায়হান আলী বিধি ভেঙ্গে ফায়ার স্টেশনে ডিউটিতে থাকা অবস্থায় ব্যক্তিগত মোটরসাইকেল যোগে আবার ওই সব বাজারে গিয়ে দোকান মালিকদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানাসহ বিভিন্ন হয়রানির ভয়ভীতি দেখান। তার নিকট থেকে অগ্নি নির্বাপক বোতল কিনতে বলেন। এমন ঝামেলা এড়াতে তার নিকট থেকে এ অগ্নি নির্বাপক যন্ত্র কিনেছেন তারা।
অগ্নি নির্বাপক যন্ত্রের আমদানী, সরবরাহ ও রিফিলকারী প্রতিষ্ঠান নিউটেক্স ফায়ার ফাইটিং ইকুইপমেন্টের মূল্য তালিকা অনুযায়ী ২.৫ কেজি, ৩ কেজি, ৪ কেজি, ৫ কেজি ও ৬ কেজির এবিসি সিলিন্ডারের মূল্য যথাক্রমে ৩৫০, ৫৫০, ৭০০, ৮৫০ ও ১০৫০ টাকা। নির্দিষ্ট মেয়াদ শেষে প্রতিটি নির্বাপক যন্ত্রের রিফিল ব্যয় ওজনভেদে ১২৫ টাকা থেকে ১৫০ টাকা। অথচ ওই কর্মচারী রায়হান ব্যবহারকারীদের নিকট থেকে ৫ কেজি ওজনের সিলিন্ডারের নির্ধারিত মুল্যের চেয়ে ৪ গুণ পর্যন্ত বেশী দামে কিনতে বাধ্য করেছেন।
উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নে মনঝার বাজারে ছামসুল সাইকেল স্টোরের মালিক ইয়াছিন বলেন, ‘ইটাখোলা ফায়ার সার্ভিসের দুইজন লোক এসে জানায়, অগ্নি নির্বাপক লাইসেন্স না থাকলে পরে করে নিবেন, কিন্তু অগ্নি নির্বাপক সিলিন্ডার না থাকলে আইনি জটিলতায় পরবেন। বিভিন্ন ভয় দেখিয়ে একটা সিলিন্ডার দিয়ে বলেন ৩ হাজার দুইশত টাকা দিতে হবে। তবে এর প্রকৃত দাম কত আমি জানি না। আমি বাধ্য হয়ে ওই দামে তাদের কাছ থেকে কিনেছি।
মামুদপুর ইউনিয়ন চৌমনী বাজার চাল ব্যবসায়ী রিপন বলেন, মোবাইল কোর্টের ভয় দেখিয়ে এ বাজারের বিভিন্ন দোকানে ২হাজার পাঁচশত টাকা দামে এক একটি সিলিন্ডার বিক্রি করেছেন ফায়ারম্যান রায়হান আলী।
এবিষয়ে অভিযুক্ত গাড়ীচালক রায়হান আলী সাংবাদিকদের বলেন, দোকান মালিকের অনুরোধে ১৫-২০টি সিলিন্ডার বিক্রি করেছি এরপর থেকে আর করব না।
এ বিষয়ে ফায়ার সার্ভিস এ- সিভিল ডিফেন্সের জয়পুরহাট উপণ্ডপরিচালক সরিফুল ইসলাম বলেন, বিষয়টি ভালো ভাবে জেনে আপনাকে জানাচ্ছি। তবে ওই গাড়ীচালক নিজ দায়িত্বে সিলিন্ডার ক্রয় বিক্রয় করতে পারে না। ওই স্টেশনে দায়িত্বে থাকা ইন্সপেক্টর অগ্নি নির্বাপক সিলিন্ডার কিনতে পরামর্শ দিতে পরে। এমন ঘটনা ঘটালে তদন্ত করে ওই চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।