নেত্রকোনার দুর্গাপুরে রাতের বেলায় একা পেয়ে অসহায়ত্বের সুযোগে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে এক নারী(১৯)কে ধর্ষণের অভিযোগে খাইরুল ইসলাম (৩০) নামের এক বাস চালককে আটক করেছে পুলিশ।
আটকৃত বাস চালক ঢাকা-দুর্গাপুর-লেংগুড়া রোডের মা-মনি পরিবহন ৭নং গাড়ীর ড্রাইভার ও উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর গ্রামের আবদুল আজিজের পুত্র।
ভুক্তভোগী ওই নারী জানান,বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর উত্তরবাড্ডা এলাকা থেকে নিজ এলাকার কলমাকান্দা নাজিরপুরে আসার উদ্দেশ্যে মা-মনি পরিবহনের ৭ ন¤॥^র বাসে উঠেন। রাতে ৩ টার দিকে দুর্গাপুর পৌর শহরের প্রেসক্লাব মোড়ে নামিয়ে দেয় ঐ নারীকে। এ সময় বাস থেকে নেমে যায় বাসের চালক খাইরুল ইসলামও।
প্রেসক্লাব মোড় থেকে নাজিরপুরে যাওয়ার জন্য ওই নারী অটোরিকশা ভাড়া করতে গেলে বাস চালক বাড়ি পৌঁছে দেয়ার আশ্বাস দেয়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও অন্য কোন উপায়ান্ত না পেয়ে বাস চালকের সাথেই অটোরিকশায় চড়েবসে। রিকশাটি পৌর শহর থেকে চন্ডিগড়ের দিকে যেতেই রূপ পাল্টায় বাস চালক। একসময় অটোর মধ্যেই শুরু হয় হাতাহাতি।
একপর্যায়ে চন্ডিগড় ইউনিয়নের মধুয়াকোণা এলাকায় সড়কের পাশে পুকুর পাড়ে রিকশাটি থামিয়ে ১০/১২ মিনিটের জন্য স্থান ত্যাগ করে অটোচালক। এ সময়ের মধ্যে অটেতেই ধর্ষনের ঘটনাটি ঘটেযায় বলে জানান ওসি উত্তম চন্দ্র দেব।
পরে ওই নারীকে অটোরিকশায় নাজিরপুর নিয়ে যাওয়ার মাঝে পথে কৌশলে আত্মীয়ের বাড়ীরর সামনে নামিয়ে দেয়। এ সময় অবস্থা বেগতিক দেখে ওই নারীর ব্যবহৃত মোবাইল ফোন, ব্যাগ নিয়েই চম্পট দেয় অটোচালক ও বাসচালক খায়রুল ইসলাম।
পরে স্থানীয়দের সহাযোগীতায় ভুক্তভোগী নারী দুর্গাপুর থানায় প্রাথমিকভাবে অভিযোগ জানালে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে বাসচালক খাইরুল ইসলাম’কে আটক করেন। প্রতিবেদন লিখার আগ পর্যন্ত এই ঘটনায় দুর্গাপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো।
এই ঘটনা দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, প্রাথমিকভাবে অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত বাস চালকে আটক করা হয়েছে। ইতোমধ্যে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।