দিনাজপুরের বীরগঞ্জে নিজ শয়ন কক্ষ হতে রেজিয়া বেগম (৭৫) নামে এক বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
রেজিয়া বেগম উপজেলার শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও গ্রামের মোঃ শবদুল ইসলামের স্ত্রী।
শুক্রবার সকালে উপজেলার শিবরামপুর ইউনিয়নের ধনগাঁও গ্রামের হতে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
বীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ মইনুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে খাওয়া-দাওয়ার শেষে স্বামী এবং স্ত্রী পৃথক দুইটি ঘরে শুয়ে পড়েন। শুক্রবার সকালে স্বামী মোঃ শবদুল ইসলাম স্ত্রীর শয়ন কক্ষে গিয়ে গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক ভাবে প্রতিবেশিরা ছুটে এসে মৃতদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানায়। সংবাদ পেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটানাস্থলে ছুটে যান।
ঘটনাস্থলে গিয়ে মরদেহের মাথায় আঘাতের চিহ্ন এবং গলা কাটা দেখতে পাওয়া যায়। প্রাথমিক তদন্তে ঘটনাটি পরিকল্পিত বলে মনে করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুরে এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মৃতদেহ প্রেরণ করা হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বীরগঞ্জ থানার ওসি মোঃ মজিবুর রহমান জানান, হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে। দ্রুত সময়ে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করা হবে।