শেরপুরে বাড়ির পাশে খালের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে নকলা উপজেলার গণপদ্দি ইউনিয়নের বিহারীপাড় গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের মোতালেব মিয়ার মেয়ে মারিয়া (১২) ও ছেলে মাসুদ (৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর ২টার দিকে মারিয়া তার মাকে বলে বাড়ির পাশের ঘোড়ামারা খালে গোসল করতে যায়। এ সময় তার ছোট ভাই মাসুদও মারিয়ার পিছু পিছু খালের পাড়ে যায়। পরে মারিয়া খালের পানিতে নেমে ডুব দিয়ে আর না উঠলে মাসুদ তাকে খোঁজার উদ্দেশে পানিতে নামে। একপর্যায়ে মাসুদও পানিতে ডুবে যায়।
ঘটনাটি দূর থেকে আশপাশের লোকজন দেখে তাদের উদ্ধারে এগিয়ে আসে। কিন্তু, অনেক খোঁজাখুঁজির পরও তাদেরকে না পেয়ে জরুরি পরিষেবা নম্বর-৯৯৯ ফোন দিয়ে বিষয়টি জানান। তবে, ডুবুরি দল আসার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় ওই দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের মিয়া বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ না থাকায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’