বিরল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বিরল আদর্শ উচ্চবিদ্যালয়ের সভাকক্ষে বিরল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি মোঃ লুৎফর রহমান চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) এর সহযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব দিনাজপুর ক্লাস্টার প্রতিনিধি পরিষদের সাধারণ সম্পাদক মোঃ একরাম হোসেন তালুকদার।
বিরল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারি মোঃ আবদুল কুদ্দুস এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কালব এর জেলা ব্যবস্থাপক মি. অরুন কুমার, বিরল উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর সেক্রেটারি প্রভাষক বিভূতি ভূষণ সরকার, প্রাথমিক শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর সেক্রেটারি মোঃ হাসান আলী, বিরল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট সুরজিৎ রায় বাবুল, কালব এর উপজেলা ব্যবস্থাপক বিশ্বজিৎ প্রমূখ।
সভায় বিগত বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্তসমূহ পঠন ও অনুমোদন, ব্যবস্থাপনা কমিটির কার্যক্রমের উপর বাৎসরিক প্রতিবেদন পেশ ও অনুমোদন, বার্ষিক হিসাব বিবরণী বিবেচনা ও অনুমোদন, উদ্বৃত্তপত্র ও নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন, পরবর্তী আর্থিক বৎসরের জন্য প্রাক্কলিত বাজেট পর্যালোচনা ও অনুমোদন, লভ্যাংশ বন্টন অনুমোদন, সমিতির নিরীক্ষা প্রতিবেদন বা তদন্ত রিপোর্টে উলেখিত বিষয়ে নিবন্ধকের বরাবরে প্রেরনের জন্য পরিপালন পত্র অনুমোদন, ঋণ নীতিমালা ও ঋণ গ্রহণের সর্বোচ্চ সীমা নির্ধারণ ও অনুমোদন শেষে অতিথিবৃন্দর বক্তব্য প্রদান করা হয়। রাফেল ড্র ও পুরস্কার বিতরণী শেষে সভার সভাপতি সমাপনী বক্তব্য রাখেন এবং সভার সমাপ্তি ঘোষণা করেন।