নীলফামারীর সৈয়দপুরে আবারো বেড়েছে মাদক সেবী ও ব্যবসায়ি। এদের মধ্যে কেউ কেউ অর্থনৈতিকভাবে ভাল অবস্থায় থাকলেও অনেকে জড়িয়ে পড়েছে ছোট ছোট অপরাধে। কেউ কেউ পরিবারে অশান্তি সৃষ্ঠি করেছে।
দেখা যায়, শহরের সৈয়দপুর প্লাজা ও সৈয়দপুর এস আর প্লাজার বাথ রুমে ফেন্সিডিলের বোতলের ছড়াছড়ি। একই অবস্থা সৈয়দপুর পৌরসভার শেরে বাংলা সড়কের শৌচাগার। সেখানে কে বা কারা ফেন্সিডিল খেয়ে বোতল রেখে যায়। এছাড়াও পৌরসভার মক্কা হোটেলের পাশে শৌচাগার,কলা হাটি শৌচাগার ও বিচালী হাটি শৌচাগারে। কারা ফেন্সিডিল খায় এবং বোতল রেখে যায়। এ সকল শৌচাগারে অভিযান বা পুলিশের নজরদারি জরুরী।
বর্তমানে অনেক নেশাখোর শহরের ঘুরে ঘুরে বেড়ায়। সুযোগ পেলে এরা আপনার যে কোন জিনিস নিয়ে সটকে পড়ে। পরে খুঁজেও তাদের পাওয়া যায় না।
প্রতিদিন শহরের কোথাও না কোথাও শোনা যায়,মাদকসেবী স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতন। আবার সন্তান কর্তৃক মা নির্যাতন। সৈয়দপুর থানায় এ নিয়ে অনেক অভিযোগও ছিল।
সাংবাদিক অনিক মন্ডল জানান,আগের তুলনায় মাদক অনেকটা কমে এসেছে। এটি সম্ভব হয়েছে শুধুমাত্র পুলিশ প্রশাসনের নজরদারির কারণে।
সাংবাদিক ওবায়দুল ইসলাম বলেন,এখনো গোপনে গোপনে এ ব্যবসা চলে। যদি না চলতো তাহলে মাঝে মধ্যে ফেন্সিডিল চালান ধরা পড়ে কেন। তিনি বলেন, আমরা মাদকমুক্ত সৈয়দপুর চাই।