নীলফামারীর সৈয়দপুরে অর্ঘ্য আর্ট একাডেমির শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৭ জুন শহরের নতুন বাবুপাড়ায় অবস্থিত ওই একাডেমি কার্যালয়ে এটির আয়োজন করা হয়।
এতে তিনটি বিভাগে অংশ নেয় প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থী। চিত্রাংকনের বিষয় ছিল জাতীয় পতাকা,গ্রামীণ দৃশ্য ও শাপলা ফুল। এতে ক বিভাগে প্রথম হয় উম্মুল, দ্বিতীয় সাইফ ও তৃতীয় নীতি। খ বিভাগে প্রথম হয় সাকিরা,দ্বিতীয় নুসরাত ও তৃতীয় আনমুল। গ বিভাগে প্রথম হয় তাসফিয়া,দ্বিতীয় মীম ও তৃতীয় আনাম।
এতে প্রথম অতিথি ছিলেন দৈনিক যুগের আলোর সৈয়দপুর প্রতিনিধি মোঃ ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি শিক্ষক আফজাল হোসেন, সাংবাদিক অনিক এ মন্ডল ও অর্পনা।
অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষিকা রিয়া মন্ডল ও মায়া বিশ্বাস।
এ সময় প্রতিষ্ঠানের পরিচালক জ্যোতি জেরোজা মন্ডল বলেন,তিনি মাত্র তিনজন শিক্ষার্থী নিয়ে এটির কার্যক্রম শুরু করেন। অনেক পরিশ্রমের মধ্য দিয়ে এটিকে ঠিকে রেখেছেন। আর এর পিছনে তাকে সহযোগিতা করেছেন তার মা।
পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরুস্কার ও সনদ তুলে দেন। এতে অংশ গ্রহণকারী সকল প্রতিযোগিদের সান্তনা পুরুস্কার দেয়া হয়।