নোয়াখালীর সেনবাগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাঁচ ফার্মেসী মালিকের ২৪ হাজার টাকার জরিমানা করা হয়েছে। ড্রাগ লাইসেন্স না থাকা, মেয়াদ উত্তীর্ণ ঔষুধ রাখা এবং বিক্রয় নিষিদ্ধ ওষুধ মজুদের অপরাধে সেনবাগ পৌর শহরের মক্কা ফার্মেসি, মামুন ফার্মেসি জননী মেডিকেল হল, নিউ মেডিকেল হল সহ মোট পাঁচটি ফার্মেসির ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের এক্সিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ ওই অভিযান পরিচালনা করেন জরিমানা আদায় করেন।