রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানের ৭জুন রাত্রী ০৪.০০ টার সময় আরপিএমপি, রংপুর তাজহাট থানাধীন মর্ডান মোড়ে চাঁদ পেট্রোল পাম্পের সামনে রংপুর-টু-ঢাকাগামী মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানে রক্ষিত ৫৫ কেজি গাঁজা উদ্ধারসহ গাঁজা ব্যবসায়ী মোঃ নাজমুল ইসলাম নাঈম, কাভার্ড ভ্যানের ড্রাইভার মোঃ জিল্লুর রহমান ও হেলপার মোঃ মিলন খাঁনদেরকে গ্রেপ্তার করা হয়। আসামীদের বিরুদ্ধে তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, এর ধারায় মামলা রুজু করা হয়। রংপুর মহানগরীর উপর দিয়ে মাদক কারবারীরা যাতে মাদক পরিবহন করতে না পারে সেই বিষয়ে (ডিবি) পুলিশ নর্জরদারী অব্যাহত রেখেছেন। পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার অঙ্গীকার অনুযায়ী রংপুর মহানগরীকে মাদক মুক্ত করার নিমিত্ত রংপুর মেট্রোপলিটন পুলিশ তথা ডিবি পুলিশ সর্বদা মাদককারবারী ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছেন। রংপুর মহানগরী মাদক মুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।