বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন, বাজেটে নতুন করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়া হয়েছে। আগে ট্রাকসেলের মাধ্যমে ভোগ্যপণ্য ভর্তুকি মূল্যে বিতরণ হয়ে আসছিল। এখন পাশাপাশি স্থায়ী দোকানের মাধ্যমে ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য বিক্রি করা হবে।’
শুক্রবার (৭ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর ২০২৪-২৫ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এর আগে বৈশ্বিক প্রভাব অর্থনীতিতে পড়ার সুযোগ তৈরি হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘মূল্যস্ফীতি এখনও ৯ শতাংশের ঘরে রয়েছে। পৃথিবীর কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার বাড়িয়েছে। যার চাপ ডলারে পড়েছে। বৈদেশিক মুদ্রার অবমুল্যায়ন মূল্যস্ফীতির বড় কারণ। আগামী বছরে মূল্যস্ফীতি কমে আসবে।’
মূল্যস্ফীতি যেহেতু চ্যালেঞ্জ, এ কারণে সংকোচন মূলক নীতি অব্যাহত থাকবে বলেও জানান আবুল হাসান।
ব্যাংক ঋণ নিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘ব্যাংক থেকে ঋণ নেয়া স্ট্যান্ডার্ড প্রসিডিওর। পৃথিবীর সব দেশেই বাজেট ঘাটতি মোকাবিলায় ব্যাংক থেকে ঋণ নেয়া হয়। সব দেশেই এটা চলে আসছে।’
এছাড়া ঘাটতি মোকাবিলায় এবারের বাজেটের আকারও ছোট রাখা হয়েছে বলে জানিয়েছেন আবুল হাসান।
এর আগে বৃহস্পতিবার (৬ জুন) দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করা হয়। প্রস্তাবিত এ বাজেটের আকার ধরা হয় ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।