ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল (আনারস প্রতীক) তিনি পেয়েছেন ৭০ হাজার ৯৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ আবুল হোসেন দিপু (ঘোড়া প্রতীক) পেয়েছেন ১৯ হাজার ৬৬৮ ভোট। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে এ.এস.এম মজিবুর রহমান (তালা প্রতীক) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার (প্রজাপতি প্রতীক) বিজয়ী হয়েছেন। সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।