নওগাঁর পোরশা উপজেলার ছাওড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম(৫৪) স্ট্রোক জনিত কারণে ইন্তেকাল করেছেন(ইন্নলিল্লাহি......রাজিউন)। পারিবারিক সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার বিকালে সংশ্লিষ্ট ইউনিয়নের ছাওড় গ্রামে তার নিজ বাসভবনে হঠাৎ তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
তাৎক্ষনিক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। তবে তিনি ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন বলে জানগেছে। মৃতু কালে তিনি মা, স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে, ভাই-বোন, আত্মীয় স্বজন সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমকে শুক্রবার সকাল সাড়ে ১০টায় জানাজা শেষে স্থানীয় কবর স্থানে দাফন করা হয়েছে।
তার মৃতুতে পোরশা উপজেলা পরিষদ নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান খোকন, নিতপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক, ছাওড় ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সাবেক চেয়ারম্যান ফখরুদ্দিন আলী আহম্মেদ, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান তৌফিকুর রহমান চৌধুরী, নিতপুর ইউপি সাবেক চেয়ারম্যান সাদেকুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।