গাজীপুরের কাপাসিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে খালের পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ৬ মে বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় স্বজনদের কোন অভিযোগ না থাকায় পুলিশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করেছেন।
মৃত রাফিন (১১) উপজেলার বারিষাব ইউনিয়নের বানরহাওলা গ্রামের কৃষক চাঁন মিয়ার ছেলে। রাফিন আমরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় মোঃ আলমগীর হোসেন জানান, রাফিন নানার বাড়িতে বেড়াতে আসে। নানার বাড়ির পাশের বড়দারার খালের পানিতে সাঁতার কাটতে গিয়ে সে পানিতে তলিয়ে যায়। এলাকাবাসী সেখান থেকে তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক আনিছুর রহমান জানান, পানিতে ডুবে যাওয়া রাফিন নামে এক শিশুকে হসপিটালে আনা হয়েছে। হাসপাতালে আনার আগেই সে মারা যায়।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু কবর মিয়া জানান, পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।