ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, জমি দখল, নারীদের উত্ত্যক্ত করা-দেশের যেকোনো এলাকায় এখন এ ধরনের অপরাধ ঘটলে ‘কিশোর গ্যাং’ এর নাম আসছে। অথচ এক যুগ আগেও পাড়া-মহল্লাকেন্দ্রিক অপরাধের ঘটনায় নাম আসত কোনো না কোনো সন্ত্রাসী বাহিনীর। এখন সে জায়গা ‘দখল’ করেছে কথিত কিশোর গ্যাং। যদিও এসব বাহিনীর সদস্যদের বেশির ভাগই ১৮ বছরের বেশি বয়সী। এই কিশোর গ্যাং সংস্কৃতি বর্তমানে তরুণদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে। হিরোইজম বা বাহাদুরি, কাঁচা টাকা-পয়সা, মাদকাসক্তি, সাংস্কৃতিক চর্চার নামে সস্তা ছেলে-মেয়েদের অবাধে মেলামেশার তীব্র আকর্ষণ ইত্যাদি হাতছানি দিয়ে ডাকায় দ্রুত এ সমস্ত গ্যাং এবং তাদের সদস্যসংখ্যা বাড়ছে। কিশোর গ্যাংয়ের খুনোখুনির চিত্র এখন সারা দেশে। অপরাধ নিয়ন্ত্রণে কাজ করা সরকারের একটি গুরুত্বপূর্ণ সংস্থা গত এপ্রিল মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কথিত কিশোর গ্যাংদের তৎপরতা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন জমা দিয়েছে। এতে বলা হয়েছে, এখন সারা দেশে ২৩৭টির মতো ‘কিশোর গ্যাং’ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঢাকা শহরে, ১২৭টি। এসব গ্যাংয়ের (অপরাধী দল) সদস্য ১ হাজার ৩৮২ জন। ঢাকার পর চট্টগ্রামে রয়েছে ৫৭টি। এসব দলের সঙ্গে জড়িত ৩১৬ জন। বিগত ১৯ বছরে ঢাকায় কিশোর অপরাধীদের হাতে অন্তত ১২০ জনের বেশি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজধানীতে গত বছরই খুন হয়েছে ২৬ জন। র্যাবের তথ্যানুযায়ী, ২০১৭ সাল থেকে এ পর্যন্ত ১ হাজার ৬৯১ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গত বছরই গ্রেপ্তার হয়েছে ৩৪৯ জন। আর চলতি বছরের জানুয়ারিতে ১৬, ফেব্রুয়ারিতে ১৮৯, মার্চে ২৭৫ এবং এপ্রিলে গ্রেপ্তার হয় ৮৫ জন। সংশ্লিষ্টরা বলছে, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ঠেকাতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও র্যাব। কিন্তু জিরোটলারেন্স নীতি গ্রহণ করেও এখনো কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করতে পারে নাই প্রশাসন। যারা এই জাতিকে আগামী দিনে নেতৃত্ব দেবে তারা যদি এই আগ্রাসী কিশোর গ্যাং সংস্কৃতির চর্চা করে বেড়ে ওঠে তবে আমাদের জাতির ভবিষ্যৎ সত্যিই অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়বে। আজকের কিশোর গ্যাং কালচার দেশ, জাঁতি ও সমাজের জন্য এক মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। সরকার ওই বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। যাতে অল্প বয়সে কিশোররা খারাপ কাজে জড়াতে না পারে সে বিষয়ে আইনানুগ ব্যবস্থা করতে হবে এবং পাশাপাশি প্রত্যেক পরিবারকেও সচেতন থাকতে হবে।