প্রাকৃতিক দুর্যোগের কারণে ও নানা অজুহাতে বেসামাল হয়ে পড়েছে নিত্যপণ্যের বাজার। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মাছ, মাংস, ডিম, আলুসহ সব সবজির দাম। ঈদুল আজহা যত ঘনিয়ে আসছে, মসলার বাজার ততই অস্থির হয়ে উঠছে। সবশেষ সপ্তাহের ব্যবধানে নতুন করে বেড়েছে পেঁয়াজ, আদা-রসুনের দাম। পাশাপাশি এলাচ, লবঙ্গ ও জিরাও অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে। এমনকি বেড়েই চলেছে সবজির দাম। অস্বাভাবিক হারে দাম বাড়ার কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্য এখন বিলাসবহুল পণ্যে পরিণত হয়েছে। এতে করে দেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। গরিব ও মধ্যবিত্তরা যেসব খাদ্যপণ্য সবচেয়ে বেশি ব্যবহার করেন, মুনাফাখোররা সেগুলোতেই সবচেয়ে বেশি লাভ করছেন। বাজার নজরদারি ব্যবস্থায় দুর্বলতার পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে না পারা সরকারের জন্য বড় ধরনের ব্যর্থতা। বছর দুয়েক ধরে উচ্চ মূল্যস্ফীতির বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হলেও সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিয়েছে বলে জানা নেই। গত সাড়ে পাঁচ বছরে মোটা চালের দাম বেড়েছে ৩০ শতাংশ। ২০১৯ সালের জানুয়ারি মাসে যে মোটা চালের কেজি ছিল ৪০ টাকা, গত মে মাসে তা বিক্রি হয়েছে ৫২ টাকায়। একই সময়ে মিনিকেট ও পাইজাম চালের দাম বেড়েছে যথাক্রমে ১৭ ও ১৮ শতাংশ। ২০১৯ সালের জানুয়ারি মাসের তুলনায় ২০২৪ সালের মে মাসে মসুর ডালের দাম ৯৫ শতাংশ এবং প্যাকেটজাত আটার দাম কেজিতে ৫৪ শতাংশ বেড়েছে। একই সময়ে খোলা সয়াবিনের দাম লিটারে ৮৪ শতাংশ ও পাম তেলের দাম বেড়েছে ১০৬ শতাংশ। সিপিডির গবেষণায় দেখা যাচ্ছে, থাইল্যান্ড ও ভিয়েতনামের চেয়ে বাংলাদেশে চালের দাম বেশি। বাংলাদেশে প্রতি কেজি চিনির দাম ১৩০ টাকা। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে চিনির দাম বাংলাদেশি মুদ্রায় ৩৯ টাকা ও যুক্তরাষ্ট্রে ৯৬ টাকা। এর কারণ উচ্চ আমদানি শুল্ক। কয়েক বছর আগে খবর বের হয়েছিল, দ্রুত অতি ধনী হওয়া তালিকায় বাংলাদেশের অবস্থান শীর্ষে। যাঁরা দ্রুত সময়ে অঢেল সম্পদের মালিক হন, তাঁদের জন্য মূল্যস্ফীতি কোনো সমস্যা নয়। কিন্তু দরিদ্র মানুষের কাছে সেই নিত্যপ্রয়োজনীয় পণ্য এখন বিলাসী পণ্যে রূপ নিয়েছে। আগে মাছ-মাংস গরিব মানুষের কাছে বিলাসী পণ্য হিসেবে বিবেচিত হতো। এখন চাল, ডাল, ভোজ্যতেল ও চিনিও নাগালের বাইরে। কারণ দেশের উৎপাদিত পণ্যের বাজারও সিন্ডিকেটের হাতে জিম্মি। ফলে এই জিম্মিদশা থেকে বাজারকে উদ্ধার করতে হলে, বাজার ব্যবস্থাপনার আধুনিকায়ন ও পণ্যের সরবরাহ নির্বিঘ্ন করতে হবে। আমদানি বা দেশীয় পণ্য যেখানে সিন্ডিকেট তৈরি করে খেয়ালখুশিমতো দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, সেখানে বিকল্প ব্যবস্থা নিতে হবে। গরিব মানুষ যাতে সাশ্রয়ী দামে নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো কিনতে পারেন, সে জন্য টিসিবির খোলাবাজারে বিক্রয় কার্যক্রম চালু রাখতে হবে সারা দেশে, সব সময়। এবং দাম সহনীয় পর্যায়ে আনতে শুধু উদ্যোগ নয়, পাশাপাশি তা প্রয়োগ করতে হবে।