পিরোজপুরের নাজিরপুরে পুরানো উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খান কে রাজকীয় বিদায় দিলেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এস.এম নুরে আলম সিদ্দিকী শাহিন। উপজেলা পরিষদের উদ্যোগে এ উপলক্ষে বৃহস্পতিবার (৬ জুন) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই দিন সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ এর সভাপতিত্বে নুতন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহন ও পুরানো চেয়ারম্যানকে বিদায় উপলক্ষে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নতুন চেয়ারম্যান এসএম নুরে আলম সিদ্দিকী শাহিন, সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম বাবুলসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়াম্যানবৃন্দ। পরে নতুন চেয়ারম্যানের উদ্যোগে উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোশারেফ হোসেন খানকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। স্থানীয় জন প্রতিনিধিরা জানান, এমন অনুষ্ঠান উপজেলায় এই প্রথম।