রংপুরে তিন দিনব্যাপি কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয় এ মেলা।
বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে উপ-পরিচালকের কার্যালয়ের খামার বাড়ি চত্বরে এ মেলা শুরু হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। সেখানে বিশেষ অতিথি ছিলেন রংপুরের সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার আবদুল ওয়ারেস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ এনামুল হক, মেট্রোপলিটন কৃষি অফিসার শরিফুল ইসলাম,প্রমুখ।
মেলায় ৩০টি স্টল স্থাপন করা হয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন ও ২০৩০ সালের মধ্যে খাদ্য উৎপাদনশীলতা বৃদ্ধি, নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদনে নিশ্চিতকরণের জন্য এ মেলার আয়োজন করা হয়েছে।