ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কের ওপর চলছে অবাধে মৌসুমি ফসল শুকানোসহ অন্যান্য কৃষি কাজ। ফলে একদিকে যেমন রাস্তা ক্ষতিগ্রস্থ হচ্ছে তেমনি বৃদ্ধি পেয়েছে সড়ক দুর্ঘটনার আশঙ্কা। জমি থেকে মৌসুমী ফসল কেটে এনে স্তুপ করে রাখা হচ্ছে ব্রিজ ও সড়কের উপরে। পরে সেই মৌসুমী ফসল একটা জায়গা দখলে নিয়ে মাড়াই মেশিন বসিয়ে দিব্বি চলছে মাড়াইয়ের কাজ।এ অবস্থায় ব্রীজের সমস্ত জায়গা দখল করে করে তিল, ভুদ্রা শুকানো ছাড়াও ফসলের অবশিষ্ট অংশ ব্রঝি ও সড়কের ওপরেই ছড়িয়ে ছিটিয়ে দিয়ে রোদে শুকানো হচ্ছে।
এতে করে সড়ক ও ব্রীজ দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। যানবাহনের মধ্যে প্রতিনিয়ত অটোভ্যান, ট্রাক, ট্রাকটর, সিএনজি, মোটর সাইকেল, রিকশা-ভ্যান এবং ইজিবাইক বেশি চোখে পড়ে। এসব গাড়ি চালকেরা সর্বক্ষণ দুর্ঘটনার আতঙ্কের মধ্যে জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করছে। কোনো কোনো পাকা সড়কে ভুট্টা, লাল শাকের বীজ, ধান মৌসুমে ধান মাড়াইয়ের কাজের চিত্র চোখে পড়ে। আবার কেহ কেহ সড়কের ওপর গরুর গোবর, ছাগলের নাদা শুকানোর কাজও চালিয়ে যাচ্ছে দেদারছে। পাকা সড়কে যানবাহন চলাচলে চরম অসুবিধা সৃষ্টি করে এবং দুর্ঘটনার যথেষ্ট আশঙ্কা থাকা সত্বেও এই বে-আইনি কাজ জেনে বুঝে তারা করে যাচ্ছে। পাকা সড়কে ফসল শুকানসহ বিভিন্ন কাজ করতে আসা এক ব্যক্তি বলেন, এই মৌসুমে বাড়িতে কাঁচা মাটিতে ভুট্টা শুকাতে বেশি সময় লাগে। তাছাড়া যেকোনো সময় বৃষ্টি বাদল, ঝড়ে ক্ষতিও হতে পারে। তাই আমরা নিরাপদ এবং দ্রুত শুকানোর স্বার্থেই পাকা সড়কবেছে নিয়েছি।
এ বেআইনি কাজ সবচাইতে বেশি চোখে পড়ে কালীগঞ্জ উপজেলার গ্রাম এলাকার বিভিন্ন ব্রীজ ও রাস্তা। বিশেষ করে গ্রাম এলাকার মানুষ নিয়ম-কানুন তোয়াক্কা না করে সড়ক বন্ধ করে সড়কের ওপর ভুট্টা, লাল শাকের ডাটা, গরুর গোবর, ছাগলের নাদা শুকাচ্ছে স্থানীয় কৃষক-কৃষাণীরা। তিনি আরও বলেন, সড়ক গুলো দেখলে মনে হয় চলাচলের জন্য সড়ক নয় এ যেন ভুট্টা শুকানো ব্যক্তিদের পৈত্রিক সম্পত্তি। ফসল শুকানোর জন্য একদিন আগে থেকেই সড়কের দুই ধারে বড় বড় করে ফসলের পালা দিয়ে রাস্তা দখল করে রাখা হয়। রাস্তার প্রশÍতা কমে সরু হয়ে যাওয়ায় পাশাপাশি দুটি গাড়ি চলাচলের কোনো জায়গা থাকে না। বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, রাস্তায় যানবাহন গুলো দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলছে প্রতিনিয়ত। এ ছাড়া জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন কৃষক-কৃষাণীসহ কৃষক পরিবারের ছোট-ছোট শিশু বাচ্চারা। আবার রাস্তা সংকীর্ণ হওয়ার কারণে অনেক স্থানে যানজটেরও সৃষ্টি হচ্ছে। এছাড়াও অটোভ্যান ও রিকশা দুর্ঘটনা নিত্যদিনের স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে।
কৃষকরা সড়কে ধান শুকানোর জন্য বাড়ি থেকে সিদ্ধ ধান বস্তায় ভরে বাইসাইকেলে করে এনে রাস্তার উপর ঢালছেন। আর কৃষাণীরা সে ধান পা দিয়ে আলগা করে দিচ্ছেন। তীব্র গরমে তাপ প্রবাহ রোদে সোনালী ধানে পা দিচ্ছেন কৃষাণীরা। অনেকেই হাট-বাজারে বিক্রির পাশাপাশি বাড়ি থেকেও বিক্রি করছেন তাদের উৎপাদিত ফসল। প্রচন্ড রোদেও নেই কৃষক কৃষাণীদের ক্লান্তি বরং ধান শুকাতে পেরে স্বস্তির হাসি দেখা দিয়েছে তাদের চোখে-মুখে। ধান ও খড় শুকানোর কাজে খুবই ব্যস্ত সময় পার করছেন তারা। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ধান শুকানোর কাজ করছেন তারা। দ্রুত ধান শুকাতে মাঠের ঘাসের ওপর বিছানো হয়েছে ছোট-বড় পলিথিন। আর সেই পলিথিনে শুকানো হচ্ছে ধান। কেউ ধান উল্টিয়ে দিচ্ছেন, কেউ ধানের আবর্জনা পরিষ্কার করছেন। অনেকেই তাদের উৎপাদিত ফসল রোদে শুকিয়ে হাটে তোলার প্রস্তুতি নিচ্ছেন। সবমিলিয়ে প্রখর রোদের সঙ্গে পাল্লা দিয়ে চলছে ধান ঘরে তোলা ও বাজারজাত করার কাজ। অস্বস্তির রোদই যেন তাদের স্বস্তি এনে দিয়েছে। গ্রামের কৃষাণী সালেহা বেগম বলেন, এখন আমরা ধান সিদ্ধ করছি খাওয়ার চাল তৈরির জন্য। সকালে বস্তায় করে সিদ্ধ ধান সড়কে নিয়ে আসি শুকানোর জন্য। রাস্তায় পলিথিন বিছিয়ে শুকাতে হচ্ছে। আকাশের অবস্থা ভালো আছে, সারাদিনে সব ধান শুকিয়ে যাবে বলে তিনি জানান। রামনগর গ্রামের মহিদুল ইসলাম জানান, ধান ও খড় শুকানোর জায়গা সংকটের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, বাড়ির আশপাশে কোনো ফাঁকা জায়গা নেই। সে কারণে ব্রীজ বা রাস্তার উপরে এনেছি।