পাবনার চাটমোহর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত ৪ জুন দুপুরে এই চুরি সংঘটিত হয়। জানা গেছে, চাটমোহরস্থ ভূমিহীন উন্নয়ন সংস্থার (এলডিও) নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী এদিন দুপুরে তাঁর মোটর সাইকেলটি (হোন্ডা শাহিন-১২৫ সিসি, রেজিঃ নং পাবনা-হ-১৪-০১৪৩) রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে দূর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে যান। অনুষ্ঠান শেষে বের হয়ে দেখেন মোটরসাইকেলটি নেই। আশপাশে খোঁজাখুজি করেও তার হদিস মেলেনি। অবশেষে চাটমোহর থানায় একটি অভিযোগ দিয়েছেন। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম রেজা জানান, এ ব্যাপারে পুলিশ তৎপরতা চালাচ্ছে। চোর সনাক্ত ও ধরার জন্য চেষ্টা চলছে।