কচুয়ায় উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ৬ জুন সকাল ১১ টায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বাগেরহাট জেলা কার্যালয়ের আয়োজনে কচুয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ কনফারেন্সে রুমে উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় কমিটির সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা নিরাপদ খাদ্য অফিসার নাজমুস সুলতানা সীমা। এ ছাড়া উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা যুবউন্নয় অফিসার জাহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মানিক অধিকারী, উপজেলা খাদ্য কর্মকর্তা মো: নাছির উদ্দীন, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ রায়হান হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি উজ্জ্বল কুমার দাস ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও কচুয়া বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এদিনের অনুষ্ঠিত সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা পাশাপাশি নিরাপদ খাদ্য বিষয়ক পারিবারিক নির্দেশিকা এবং আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির মাংসের নিরাপদ তায় সম্ভাব্য ঝুঁকিসমূহ মোকাবিলায় করনীয় শীর্ষক প্রচার পত্র তুলে ধরা হয়।