ভোলার দক্ষিণে মূল ভূখণ্ড থেকে বিছিন্ন দ্বীপ মনপুরা উপজেলা লঞ্চ ঘাটটি জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় যাত্রীসাধারণের দুর্ভোগের অন্ত:নেই। রিমালের বিরুপ প্রভাবে উত্তাল মেঘনার আছরে পড়া ঢেউয়ের তান্ডবে লঞ্চ ঘাটের ব্যাপক ক্ষতি হয়। জোয়ারের তীব্র স্রােতে লঞ্চ ঘাটটি ভাঙ্গনের ফলে যাত্রীদের দারুণ কষ্ট হচ্ছে। গত কয়েক দিন ধরে স্বাভাবিক জোয়ারের চেয়ে মেঘনায় জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় লঞ্চে উঠা নামায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। লঞ্চে উঠা নামায় রাস্তাটি জোয়ারের পানিতে তলিয়ে যাওয়ায় ঘাটের অসাধু শ্রমিকরা যাত্রীদের সেবার নামে রমরমা ব্যবসা করছে। লঞ্চে মালামাল উঠা নামায় বেপরোয়া শ্রমিকরা যাত্রীদের থেকে ইচ্ছে মাফিক টাকা আদায় করছে। অপরদিকে তজুমদ্দিন উপজেলা লঞ্চ ঘাটটি ভেঙ্গে যাওয়ায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রত লঞ্চ ঘাট গুলোর যাতায়াতের পথ মেরামত করে লঞ্চে যাত্রীদের উঠা নামার সুযোগ করে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছে যাত্রীরা।