গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অহরহ ঘটছে চুরির ঘটনা। বৃহস্পতিবার দুপুরে এক মহিলা রোগীর স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ পাওয়া গেছে। আগত রোগীদের জিনিসপত্র খোয়া যাওয়ার অভিযোগ রয়েছে। এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায়ই ঘটছে চুরির ঘটনা।
জানা যায়, উপজেলার বারিষাব ইউনিয়নের গাওয়ার গ্রামের শরিফা খাতুন (৩৫) তার এক আত্মীয় মহিলা রোগীকে ডাক্তার দেখাতে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। দুপুর ১২টার দিকে লাইনে দাঁড়িয়ে থাকাবস্থায় রোগীর বেশে সুযোগ বুঝে চুর ওই মহিলার স্বর্ণের চেইনটি গলা থেকে নিয়ে যায়। এ ব্যাপারে মালয়েশিয়া প্রবাসী কামাল হোসেনের স্ত্রী শরীফা খাতুন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমানত হোসেন খানের অফিসে উপস্থিত হয়ে অভিযোগ করেন। এ সময় ভাইস-চেয়ারম্যান হাফিজুল হক চৌধুরী আইয়ুব, থানার এসআই মিরাজ ও এসআই নাজনীন আক্তারসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে ওই নারীকে কাপাসিয়া থানায় সাধারণ ডায়রি করার পরামর্শ দেয়া হয়।
গত বছর ৮ সেপ্টেম্বর কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি করতে গিয়ে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা রোগী সেজে ডাক্তার দেখাতে এসে অন্য রোগীদের গলার চেইন কৌশলে হাতিয়ে নেয়ার সময় হাতেনাতে ধরা পড়েন। তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন হাসপাতাল কর্তৃপক্ষ। কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই মাসে এরকম তিনটি চুরির ঘটনা ঘটেছিল। বাকি চুরির ঘটনার কোন সমাধান এখনো হয়নি।
কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান বলেন, এ ধরনের চুরির ঘটনা প্রায়ই ঘটছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। চুরি প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী ও হসপিটাল কর্তৃপক্ষের সমন্বয়ে উদ্যোগ গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরামর্শ দেয়া হয়েছে।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মামুনুর রহমান বলেন, সম্প্রতি জাতীয় টিকা দিবসে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপির উপস্থিতিতে একই কায়দায় এক মহিলা রোগীর স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে। এ ছাড়া প্রায় এধরনের চুরির ঘটনা ঘটছে। বহির বিভাগে প্রতিদিন সকাল থেকে বিভিন্ন রোগের প্রায় সাত শতাধিক রোগী আসেন ডাক্তার দেখাতে। এই ধরনের চুরির রোধে দশ মিনিট পর পর হাসপাতালের মাইকে সবাইকে সতর্ক করা হচ্ছে। বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা রয়েছে। তারপরও নানা কৌশলে রোগীদের বিভিন্ন জিনিস চুরি হচ্ছে। এ ব্যাপারে বহুবার থানা পুলিশকে জানানো হয়েছে।
কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া বলেন, চুরির বিষয়ে কোনো অভিযোগ কেউ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।