নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবী। তিনি নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন। সৈয়দপুর পৌরসভার তিনিই প্রথম একজন নারী মেয়র। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি দক্ষতার সাথে পৌরসভা পরিচালনা করে আসছেন। অতীতের কোন মেয়রই পারেননি পৌরসভার কর্মকর্তা, কর্মচারীর নিয়মিত বেতন ভাতা দিতে। আমরা দেখেছি বেতন ভাতার জন্য পৌরসভার কর্মচারীদের রাস্তায় মানববন্ধন করতে। কর্মবিরতী পালন করতে। আর আজ মেয়র রাফিকা আকতার জাহান বেবী নিয়মিত বেতন ভাতা পরিশোধ করে আসছেন। এখন আর বেতন ভাতার জন্য তাদের আন্দোলন করতে হয় না। করতে হয় না মানববন্ধন ও কর্মবিরতী। এটি সম্ভব হয়েছে মেয়রের দক্ষতার কারণে। পৌরসভায় রয়েছে পুরনো স্টাফ। তাদেরকে রেখে আরো কিছু নারী পুরুষকে কাজ দেয়া হয়েছে। তারা সততার সাথে দায়িত্ব পালন করে আসছে। মেয়র রাফিকা আকতার জাহান বেবী বলেন, সৈয়দপুর পৌরসভার প্রায় সকল রাস্তাই ছিল পুর্ব থেকে চলাচলে অনুপযোগি। আমি দায়িত্ব নেয়ার পর থেকে মহল্লার প্রায় সকল রাস্তার কাজ শুরু হয়ে তা চলমান রয়েছে। এরইমধ্যে কোন কোন রাস্তার কাজ শেষ হয়েছে। যা দৃশ্যমান। তিনি বলেন, আগে একটু বৃষ্টি হলে শহর তলিয়ে যেত। ওই পানি নেমে যেতে সময় লাগতো ৫ থেকে ৬ ঘন্টা। এখন সকল ড্রেন সংস্কার করায় ওই পানি মুহুর্তে নেমে যায়। শহর ও মহল্লার রাস্তায় এখন জ¦লছে বাতি। রাতের বেলায়ও যেন দিন মনে হয়। সরকারী বিভিন্ন অনুদান নিয়ম মোতাবেক বন্টন করা হয়ে থাকে। ফলে কোন প্রকার বিশৃংখলা নেই। আমাকে ফাঁদে ফেলতে চলছে মহাষড়যন্ত্র। যার পিছনে রয়েছে আমার পরিষদের কতিপয় কাউন্সিলর। আমি কোন অন্যায়ের সাথে নেই। নিয়ম অনুযায়ী কাজ করছি। কারো অন্যায় প্রস্তাব গ্রহণ করি নাই। যার কারণে আজ আমার বিরুদ্ধে এত ষড়যন্ত্র। পরিষদের কয়েকজন কাউন্সিলর আমাকে চেয়ার থেকে সড়াতে অপপ্রচার ছড়াচ্ছে। কিন্তু রাখে আল্লাহ মারে কে। কারো কারো অন্যায় ও অযৌক্তিক আবদার মেনে না নেয়ায় আজ আমার বিরুদ্ধে এত মিথ্যে অপবাদ। পৌর সভার এক কর্মচারী জানান, মেয়র রাফিকা আকতার জাহান বেবী একজন সাহসী মেয়র। এত অপবাদ, ষড়যন্ত্র, মানববন্ধন করেও তাকে টলাতে পারেনি। তিনি নিজ বুদ্ধিতে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। আমি তাঁকে স্যালুট জানাই।