মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাজলা নদীর বাঁচানোর দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। বৃহস্পতিবার (৬ জুন) বেলা সাড়ে এগারটার দিকে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পিরোজপুর ইউনিয়নের কাঁঠালপোতা গ্রামের নারী পুরুষ সহ বিভিন্ন বয়সের মানুষ কাজলা নদী দখলমুক্ত করণের দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ করেন। পরে জেলা প্রশাসক বরাবর তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়।
আসাদুল ইসলাম আসাদ স্বাক্ষরিত স্মারকলিপিতে কাঁঠালপোতা, সোনাপুর, টুঙ্গী গ্রামের কাজলা নদীর অংশটি অবমুক্ত করে জেলে সম্প্রদায়সহ এলাকার সাধারণ কৃষকদের আবাদি জমি রক্ষায় অবৈধ বাঁধ উন্মুক্ত করে জনসাধারণের জীবিকা নির্বাহের সুব্যবস্থা করার আরজি জানানো হয়।
স্থানীয়রা জানান,কাজলা নদীতে বাঁধ দেওয়ার কারণে বর্ষা মৌসুমে কাঁঠালগোজা, সোনাপুর ও টুলী গ্রামে হাজার সাজার বিষা ফার্মলি জমি পানিতে প্লাবিত হয়। পানি জমে থাকার কারণে উক্তর জমিতে কোন ফসল হয়। না। একই সমর মন তাবিত ফসলে যে মাছ চলে যায় সে মাছগুলো ইজারাদাররা জোরপূর্বক ধরে ধ নিয়ে যায়। কাজলা নারী দেখলে নেওয়ার কারণে সাধারণ কৃষকদেরকে সোনালী আঁশ তথা পাট জাগ দিতে দেয় না।
এই কাজলা নদীতে একা যময় শত শত নিবন্ধিত জেলে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। ওই নদীটি জোরপূর্বক দখল করার কারণে জেলেদের জীবিকা নির্বাহ বন্ধ হয়ে গেছে। এর ফলে জেলে সম্প্রদায় বেকার হয়ে পড়েছে। কাজলা নদীতে এলাকার সাধারণ মানুষ গোসল করতে গেলেও মাছ চোর বলে অন্যায়ভাবে ইজারাদাররা মারধর করে। খরা মৌসুমে সেচ কাজের জন্য কৃষকের পানি প্রয়োজন হলে সেচ কাজের পানি পর্যন্ত নিতে দেয় না ১০। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী ওই কাঁঠালপোতা, সোনাপুর ও টুঙ্গী গ্রামের কাজলা নদীর আংশটি অবৈধ দখল উন্মুক্ত করে দেওয়া হোক।