“স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” শ্লোগানকে সামনে রেখে ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে বরিশালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভাগীয় প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সংবাদ সম্মেলনে বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়। জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।