জেলার হিজলা উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অভিহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন এমসিএইচ সার্ভিসেস ইউনিটের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবিএম শাহারিয়ার হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা বেগম। বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ আবদুর রাজ্জাক, লাইন ডাইরেক্টর ডাঃ কাজী মোঃ জুবায়ের গালীব, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, আলহাজ¦ এনায়েত হোসেন হাওলাদার প্রমুখ।
বক্তারা মাতৃত্বকালীন এবং শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কর্মী ও জনপ্রতিনিধিদের এক হয়ে কাজ করার আহবান করে বলেন, একটি নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে পারলে আমরা একটি মেধাবী আগামী প্রজন্ম নিশ্চিত করতে পারবো।