চতুর্থধাপের উপজেলা পরিষদ নির্বাচনে জেলার তিনটি উপজেলায় বেসরকারিভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে বাবুগঞ্জ উপজেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নারী প্রার্থী ফারজানা বিনতে ওহাব। ভাইস চেয়ারম্যান পদে ওবায়দুল হক জুয়েল ও নারী ভাইস চেয়ারম্যান পদে রিফাত জাহান তাপসী নির্বাচিত হয়েছেন।
উজিরপুর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাফিজুর রহমান ইকবাল। ভাইস চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম সুজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট মোর্শেদা পারভীন নির্বাচিত হয়েছেন। বানারীপাড়ায় টানা চতুর্থবারের মতো গোলাম ফারুক পুনরায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো নুরুল হুদা তালুকদার ও নারী ভাইস চেয়ারম্যান পদে নাজমিন জাহান পলি নির্বাচিত হয়েছেন।