নীলফামারীর ডিমলায় ঘয়াবাড়ী ইউনিয়নের পশ্চিমখড়িবাড়ী গ্রামের নিজ বাড়ী হতে বৃহস্পতিবার সকালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ভুপতি কুমার বর্মন ও উপপরিদর্শক শফিয়ার রহমানের নেতৃত্বে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গয়াবাড়ী ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ী এলাকার আঃ আজিজ মাষ্টারের পুত্র আবদুল কাদের (৫৭) ও একই এলাকার মৃতঃ ছোরহাব আলীর পুত্র কামাল মিয়া (৫৪)। এ বিষয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শন শফিয়ার রহমান বলেন, পশ্চিম খড়িবাড়ী এলাকায় গাঁজা বিক্রি চলছে বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে তাৎক্ষনিক সঙ্গীয় ফোর্স সহ আবদুল কাদের নিকট ১কেজি ২শ গ্রাম ও কামালের নিকট ৫ শ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। ডিমলা থানার (ওসি) দেবাশিষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।