চতুর্থ ধাপে অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে শেষ হয়েছে। ভোটগ্রহণ চলাকালে কয়েকটি কেন্দ্রে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। জোড্ডা ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আলী আক্কাস-সহ বিভিন্ন প্রার্থীর বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এদিকে ভোটগ্রহণ শুরুতে উপজেলা চেয়ারম্যান পদে কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী মাজহারুল ইসলাম ছুফু কয়েকটি কেন্দ্রে তার এজেন্টদের প্রবেশে বাধা প্রদানের অভিযোগ করেন। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি ও সক্রিয় ভূমিকা লক্ষ্য করা গেছে। সকাল ১০টার পর ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম। অনেক কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীদের এজেন্ট ব্যতিত অন্য প্রার্থীদের এজেন্ট দেখা যায়নি। ভোটার উপস্থিতি কম থাকায় অনেক কেন্দ্রে সহকারী প্রিজাইডিং অফিসারগণ একে অপরের সাথে ভোট কেন্দ্রের আঙ্গিনায় গল্প করতে ও এজেন্টদেরকে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে থাকতে দেখা গেছে। ১১৪টি কেন্দ্রের মধ্যে বেশ কিছু কেন্দ্রে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও এজেন্টদের অলস সময় কাটাতে দেখা যায়। নির্বাচনে ১১৪টি কেন্দ্রের ৮০৯ বুথে ৩ লাখ ৩৫হজার ৭৪১জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১লাখ ১৬হাজার ১০৮জন ভোটার।
নির্বাচনে চেয়ারম্যান পদে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান ভূঁইয়া বাছির দোয়াত কলম প্রতীক নিয়ে ৪৭ হাজার ৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ ছাড়া অপর প্রার্থী বিএনপি নেতা সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুফু কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৭ হাজার ১১২ ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভূঁইয়া আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৫হাজার ৭০১ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আবদুর রাজ্জাক সুমন চশমা প্রতীক নিয়ে ৪৮ হাজার ৬৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী যুবলীগ নেতা তৌহিদুর রহমান মজুমদার তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৪০ হাজার ৮১৯, আওয়ামী লীগ নেতা তৌহিদুর রহমান মজুমদার বই প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৮৫২ ও বাপ্পা সোহাগ পালকি প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ১৯৪ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাহরিনা আক্তার তারিন ফুটবল প্রতীক নিয়ে ৫৫ হাজার ৭৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ ছাড়া অপর প্রার্থী সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কুলছুম আক্তার হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ৪৭৫ ও মীর হাজেরা হীরা কলস প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৩৬১ ভোট।