ফরিদগঞ্জে উৎসব মূখর ও শানিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্র্বাচনে চেয়ারম্যান পদে চিংড়ি প্রতীকের প্রার্থী খাজে আহমেদ মজুমদার বিজয়ী হয়েছেন। তিনি ৬২,৪৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিককটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী আমীর আজম রেজা পেয়েছেন ২০,১৬৫ ভোট। মোট ভোট পড়েছে ৮২,৯৩০ ভোট। যার শতকরা হার ২২.২৫। দুই জনের ভোটের ব্যবধান ৪২,৩৩১ ভোট। অপরদিকে, ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীক নিয়ে মো, আকবর হোসেন মনির ৫৫,০৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী চশমা প্রতীকের আবু সুফিয়ান শাহীন পেয়েছেন ১৮,৩৮৫ ভোট। বই প্রতীকের প্রার্থী মো, কামরুজ্জামান পেয়েছেন ৯,২৬০ ভোট। এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান (সংরক্ষিত) পদে ক্যামেরা প্রতীকের প্রার্থী মাজুদা বেগম ৪৮,১১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ফুটবল প্রতীকের প্রার্থী রীনা নাছরিন পেয়েছেন ১৯,৪৯৬ ভোট। পদ্মফুল প্রতীকের প্রার্থী হালিমা বেগম পেয়েছেন ৯,২০৭ ভোট।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ উপজেলায় মোট ৩ লক্ষ ৭২ হাজার ৬৬৯ জন ভোটার রয়েছে। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৯৫ হাজার ১২২ জন ও নারী ভোটার ১ লক্ষ ৭৭ হাজার ৫৫৭ জন। ভোট প্রদানের হার শতকরা ২২.২৫ ভাগ। এদিন ১১৮টি ভোট কেন্দ্রের ৮৭৪টি কক্ষে ইভিএমের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৭টি কেন্দ্র ঝুকিপূর্ণ হিসেবে ধরা হয়েছিল। এসব কেন্দ্রে জন্য নেয়া হয়েছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ রায়হান আরেফীন বলেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে র্যাব, পুলিশ, বিজিবি আনসার’র সমন্বয়ে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলি মন্ডল বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে র্যাব, পুলিশ, বিজিবি আনসার’র সমন্বয়ে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি প্রত্যেক ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছিল।