ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদে টানা তৃতীয় বারের মত উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলেন আনিছুর রহমান লিটন। তিনি দোয়াত কলম প্রতীক নিয়ে ৪১ হাজার ৭২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহিনুর ইসলাম মোটরসাইকেল প্রতীক নেয়ে পেয়েছেন ২৫ হাজার ১৮৬ ভোট। ভাইস চেয়ারম্যান পদে খায়রুল ইসলাম গ্যাস সিলিন্ডার প্রতীক নিয়ে ১৫ হাজার ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কবিরুল ইসলাম তালা প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৩১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোকারমা খাতুন ফুটবল প্রতীক নিয়ে ৩৪ হাজার ৩২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাতেমা তুজ জোহরা হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৬২১ ভোট। বুধবার তারাগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়নেই শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে।