বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম সাহাদাত বার্ষিকী উপলক্ষে কাপাসিয়ায় আলোচনা সভা, দোয়া ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপির উদ্যোগে এবং তরগাঁও ইউনিয়ন বিএনপির সার্বিক ব্যবস্থাপনায় বুধবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি একেএম ফজলুল হক মিলন।
উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরার পরিচালনায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
পরে উপজেলা ওলামা দলের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুমিনুল ইসলামের পরিচালনায় জিয়াউর রহমান, প্রয়াত নেতা হান্নান শাহ্ সহ বিভিন্ন মরহুম নেতৃবৃন্দের মাগফেরাত কামনা এবং খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া করা হয়। এছাড়া এলাকার অসহায় দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।