দিনাজপুরের হিলিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাসুদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়েছেন। বুধবার সকাল ১০ টায় বাংলাহিলি হাই স্কুল মাঠে পৌর সভা পর্যায়ে এই খেলার উদ্বোধন করেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।
খেলায় পৌরসভা থেকে ১০ টি ফুটবল দল বালক অংশগ্রহণ করেন। ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন ইসমাইলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল বনাম বাসুদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল।
খেলায় ইসমাইলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে ২-০ গোলে হারিয়ে বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল বিজয়ী হয়েছেন।
খেলা শেষে বিজয়ী দলকে বড় ট্রফি ও পরাজিত দলকে ছোট ট্রফি তুলে দেন প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটন। এ সময় সেখানে বাসুদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনওয়ারুল হক টুকু, ১ নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিদুল ইসলামসহ অনেকে।