রূপসা খেয়াঘাটে টলারে ভাড়া নেওয়াকে কেন্দ্র করে মাঝি কর্তৃক এক ইউপি সদস্যকে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগী ইউপি সদস্য মোস্তফা শেখ। জিডিতে বলা হয়েছে, ফকিরহাট উপজেলার মৌভোগ ইউনিয়ন পরিষদের সদস্য ও ৪নং নলধা মৌভোগ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা শেখ (৪৪) (৩ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে পূর্ব রূপসা ঘাট থেকে ইঞ্জিন চালিত টলার যোগে খুলনায় আসার পথে পশ্চিম রূপসা খেয়াঘাটে ভাড়া নিয়ে পূর্ব রূপসা চর-রূপসা এলাকার মো. খোকন মাঝির ছেলে টলার মাঝি মো. রাকিবের সাথে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই মাঝি ইউপি সদস্যকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ-সময় তাকে গালিগালাজ করতে নিষেধ করলে এলোপাতাড়ী কিল-ঘুষি, চড়-থাপ্পড়, লাথি মেরে বেদম প্রহার করে আহত করা হয়। আহত মোস্তফা শেখের ডাকচিৎকার করতে থাকলে তখন আশপাশের লোকজন এগিয়ে আসার পরেও বিভিন্ন হুমকি ধামকি প্রদান করতে থাকে। এমনকি ওই মাঝি ইউপি সদস্যকে উচ্চৈঃস্বরে বলে তোরে যদি কোন দিন রূপসা ঘাটে দেখতে পাই তাহলে জীবনের তরে শেষ করে ফেলবে বলেও শাসানো হয়। যার কারণে এই ইউপি সদস্যের জীবন নাশ সহ বড় ধরনের ক্ষয়-ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগী আহত মোস্তফা পুলিশ-প্রশাসনের নিকট ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।