বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সবুজ পৃথিবী ও টেকসই ভবিষ্যতের আহবানে নগরীতে সাইকেল র্যালি করেছে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস। বুধবার সকালে নগরীর বঙ্গবন্ধু উদ্যান থেকে এ র্যালি বের হয়ে মুক্তিযোদ্ধা পার্ক গিয়ে শেষ হয়।
এসময় পরিবেশকর্মীদের হাতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন শোভা পাচ্ছিলো। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এনভায়রনমেন্ট এ- ডেভলপমেন্ট সোসাইটির (বেডস) ইকোমেন প্রকল্পের আয়োজনে বরিশাল স্টান্ট ওয়ারিয়র্স (বিএসডাব্লিউ) সাইকেল টিমের দলনেতা নাঈম হোসেনের নেতৃত্বে র্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইয়ুথনেটের প্রোগ্রাম ও পার্টনারশীপ কোর্ডিনেটর আরিফুর রহমান শুভ, ইকোমেনের প্রোগ্রাম ম্যানেজার ময়ূরী আক্তার টুম্পা, জেলা সমন্বয়কারী আশিকুর রহমানসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, পরিবেশ দূষণের ফলে বায়ুমন্ডলে কার্বনডাই অক্সাইডের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফলে পৃথিবীর উষ্ণায়ন বেড়েই চলেছে। যার ফলে ঋতুর অস্বাভাবিক পরিবর্তন, ঘূর্ণিঝড়, জলোচ্ছাসের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও পরিবেশের অংশ নদী, পাহাড়, বন মানুষের দ্বারা প্রতিনিয়ত ক্ষতির সম্মুখিন হচ্ছে। তাই সকলের উচিত পরিবেশের যতœ নেওয়ার পাশাপাশি বেশি করে বৃক্ষরোপণ করা।