ক্রমেই শান্ত বরিশাল বিশ্ববিদ্যালয়কে অশান্ত করে তুলছে সংগঠনের গঠণতন্ত্রের নিয়ম বর্হিভূতভাবে আত্মপ্রকাশ করা ‘ডিরেক্ট অফিসার্স এসোসিয়েশন’ নামের একটি সংগঠনের কতিপয় নেতৃবৃন্দরা। সংবাদ সম্মেলনের মাধ্যমে এমনই অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদকসহ সংগঠনের নেতৃবৃন্দরা।
শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে গত ৪ জুন বিকেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন সভাপতি মোঃ বাহাউদ্দিন গোলাপ বলেন, যেকোনো প্রতিষ্ঠানে কোনো পেশাজীবি সংগঠন গঠণ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া প্রয়োজন হয়। সেই নিয়ম মেনেই ২০১২ সালের ৪ জানুয়ারি ববি’র উপাচার্যের স্বাক্ষরিত কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন “বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশন”র যাত্রা শুরু হয়। একই প্রক্রিয়া অনুসরণ করে কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, কল্যাণ পরিষদ গ্রেড ১১-১৬ এবং কল্যাণ পরিষদ গ্রেড ১৭-২০ নামক মোট চারটি অনুমোদিত পেশাজীবি সংগঠন রয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে মোট কর্মকর্তা সংখ্যা ১২৪ জন। গঠণতন্ত্র অনুযায়ী ১২৪ জনেই অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্য।
লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, অফিসার্স অ্যাসোসিয়েশনের বিগত নির্বাচনে যারা পরাজিত হয়েছেন তাদের মধ্য থেকে গুটিকয়েক কর্মকর্তা মিলে গত ২ জুন ‘ডিরেক্ট অফিসার্স এসোসিয়েশন’ নামের একটি সংগঠনের আত্মপ্রকাশ করেছে। যা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে প্রকাশ পায়। সভাপতি তার বক্তব্যে আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৭৬ জন কর্মকর্তা সরাসরি যোগদান করেছেন। অথচ তারা এই ৭৬ জন কর্মকর্তার অধিকাংশকেই না জানিয়ে সামান্য সংখ্যক কর্মকর্তা মিলে এই সংগঠন গঠণ করেছেন। যেখানে অধিকাংশ কর্মকর্তারই সম্মতি নেওয়া হয়নি। এমন কার্যকলাপ বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কর্মকা- ব্যহত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে অশান্ত করে তুলছে। এমনকি ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশনের নাম ব্যবহার করে বিভিন্ন গণমাধ্যমে তারা সংবাদ পাঠাচ্ছেন এবং প্রকাশিত সংবাদ সোস্যাল মিডিয়ায় প্রচার হওয়ার ফলে বরিশালসহ সকল বিশ্ববিদ্যালয়জুড়ে সর্বত্র বিভ্রান্তি তৈরি হচ্ছে।
এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার সাথে যোগাযোগ করে জানা গেছে, ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশন নামের কোনো সংগঠনকে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষীয় অনুমোদন প্রদান করেননি। বিষয়টি নিয়ে খুব শীঘ্রই সবাইকে নিয়ে বসে সৃষ্ট সংকটের সমাধান করা হবে।