গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা খালের উপর নির্মিত পূরাতন ব্রিজটি ভেঙ্গে চলছে নতুন ব্রিজের নির্মাণের কাজ। এই নতুন ব্রিজ নির্মানে ঠিকাদারী প্রতিষ্ঠান থেকে বিকল্প সড়ক বা অস্থায়ী ব্রিজ নির্মাণ না করায় প্রতিদিনই স্থানীয় জনগনের ভোগান্তীতে পড়তে হচ্ছে।
রাধাগঞ্জ-মাঝবাড়ি সড়কের কুশলার এই ব্রিজটি প্রায় ২০ দিন ধরে ভেঙ্গে ফেলায় জনগণের চলাচলের জন্য বিকল্প কোন সড়ক বা অস্থায়ী ব্রিজ না থাকায় চরম দূর্ভোগে পড়েছেন এ সড়কে চলাচলকারী যাত্রী, কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ জনগণ।
ব্রিজটির সংযোগ সড়ক কেটে ফেলার আগে বিকল্প যোগাযোগের ব্যবস্থা কেন করা হলো না নিয়ে জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে রাধাগঞ্জ- মাঝবাড়ি সড়কের কুশলা বাজার সংলগ্ন খালের উপর নতুন ব্রিজ নির্মাণের জন্য টেন্ডার আহব্বান করা হয়। এই টেন্ডারে অংশগ্রহণ করে বরেন্দ্র কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। ২৫মিটার দৈর্ঘ্য এই ব্রিজটির নির্মান ব্যায় ধরা হয়েছে ৩ কোটি ৫০ লাখ ২০ হাজার ৩৮৩ টাকা। এই ব্রিজটি নির্মাণে ঠিকাদারী প্রতিষ্ঠান থেকে ২০দিন আগে কাজ শুরু করলেও জনগুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে যাতায়াতের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান থেকে কোন প্রকার বিকল্প সড়ক বা অস্থায়ী ব্রিজ নির্মাণ করা হয়নি।
কুশলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পল্লী চিকিৎসক হাফিজুর রহমান বলেন, নতুন ব্রিজ নির্মানের জন্য পূরাতন ব্রিজটি ভেঙ্গে ফেলা হয়েছে। আমাদের যাতায়াতের জন্য বিকল্প সড়ক বা অস্থায়ী ব্রিজ নির্মাণ করা হয়নি। যার কারণে প্রায় ১৫ কিলোমিটার ঘুরে রাধাগঞ্জ হয়ে ঘাঘর বাজার থেকে দোকানের মালামাল আনতে হচ্ছে। এজন্য আমাদের মালামাল পরিবহনে খরচ বেশী পড়ছে। আমরা ব্যবসায়ীরা আর্থিক ভাবে ক্ষতির সম্মুখিন হচ্ছি।
রড-সিমেন্ট ব্যবসায়ী মেহেদী হাসান বলেন, ব্রিজটি নির্মাণে বিকল্প ব্যবস্থা না থাকায় আমরা চরম ভোগান্তিতে পড়েছি। দেশের ছোটখাটো যেকোন ব্রিজ নির্মাণের সময় জনগণের চলাচলের জন্য বিকল্প সড়ক নির্মাণ করা হয়। কিন্তু আমাদের এখানে এত মানুষের চলাচল সত্ত্বেও কেন বিকল্প সড়ক বা অস্থায়ী ব্রিজ তৈরী করা হয়নি। আমরা এখানে জনগণের যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করে নতুন ব্রিজটি নির্মাণের দাবি জানাচ্ছি।
কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ কালু বলেন, বিকল্প সড়ক বা অস্থায়ী ব্রিজ নির্মাণ না করে পূরাতন ব্রিজটি ভেঙ্গে নতুন ব্রিজ নির্মাণের কাজ শুরু হরায় সাধারণ জনগণদের যাতায়াতের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে এখানের মাদ্রাসাগামী শিক্ষার্থী ও কুশলা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের রোগীরা প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন। বিষয়টি সমাধানে আমি উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কথা বলবো।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোঃ শফিউল আজম ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি মিজানুর রহমানের কাছে জানতে চাওয়া হলে দু’জনই দ্রুত সময়ের মধ্যে জনগণের যাতায়াতের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন।