নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের ৩৮ কোটি ৫৮ লাখ ৯৮ হাজার ৩৭৬ টাকার উদ্বৃত্ত বাজেট পেশ করা হয়েছে। বুধবার দুপুরে পৌর সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেয়র কেএম জাকির হোসেন এ বাজেট পেশ করেন।
বাজেটে রাজস্ব খাতে পাঁচ কোটি ৩১ লাখ ৮৪ হাজার ৫৯২ টাকা আয় ও চার কোটি ৮৪ লাখ ৮ হাজার টাকা ব্যয় এবং উন্নয়ন খাতে ৩৩ কোটি ২৭ লাখ ১৩ হাজার ৭৮৪ টাকা আয় ও ৩৩ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। এ ছাড়া উদ্বৃত্ত ধরা হয়েছে ৫১ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম ভূঁইয়া, নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন ও হিসাবরক্ষক মামুনুর রশীদ, উপজেলা কৃষক লীগের সভাপতি ওয়াজেদ আলী সোনার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী ধীরেন্দ্র নাথ সাহা, বনপাড়া খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের যুগ্ম সম্পাদক পদ্মিনী কস্তা বক্তব্য রাখেন।
বাজেটে দুস্থ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে এঅচ (জিএপি) ও চজঅচ (পিআরএপি) বাস্তবায়ন, যোগাযোগ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের জন্য রাস্তা-ড্রেন নির্মাণ, বিশুদ্ধ পানীয় জল সরবরাহ, শিক্ষা ও মেধাবৃত্তি প্রদান, বৃক্ষরোপণ ও মশক নিধনসহ নবায়নযোগ্য জ¦ালানী ব্যবহারের মাধ্যমে পৌরসভার সর্বত্র সড়ক বাতি স্থাপনকে অগ্রাধিকার দেয়া হয়েছে। এ ছাড়া পৌর মেয়র মাতৃত্বভাতার আদলে পৌরসভার নিজস্ব অর্থায়নে মাতৃত্ব ভান্ডার চালুর অঙ্গীকার করেন।