ঝিনাইদহের কালীগঞ্জে খাদ্য অপচয় রোধে হোটেল মালিক কর্মচারী ও রাধুনিদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কালীগঞ্জ পৌরসভার সভাকক্ষে সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল এ্যালাইন্স ফর ইমপ্রুভড নিউটেশন(গেইন) এর পৃষ্ঠপোষকতায় কালীগঞ্জ ইয়ূথ এগেইনস্ট হাঙ্গার ও কালীগঞ্জ পৌরসভা এর সার্বিক সহযোগিতায় বাংলাদেশ যুব ছায়া সংসদ এই সেমিনার আয়োজন করে। বাংলাদেশ যুব ছায়া সংসদ সদস্যদের কমিউনিটি উন্নয়ন প্রকেল্পর আওতায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ। বাংলাদেশ যুব ছায়া সংসদ ঝিনাইদহ ৪ আসনের ছায়া সংসদ সদস্য ফাওজুর রহমান সাবিতের সভাপতিত্বে সেমিনারে আলোচনায় অংশ নেন পৌর সভার নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম,স্যানেটারি ইন্সপেক্টর আলমগীর কবির,জেলা পরিষদের সদস্য আশেয়ারা বেগম,পৌর কাউন্সিলর মুক্তার হোসেন,আঞ্জুমান আরা,কালীগঞ্জ হোটেল মালিক সমিতির সভাপতি সুভাষ ঘোষ,হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রাগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ প্রমুখ।
এছাড়াও সেমিনারে সেচ্ছাসেবক ছিলেন, যুব ছায়া সংসদ সদস্য মেহেরপুর ২ রুমি খাতুন, ঝিনাইদহ ২ আবদুর রহমান, ঝিনাইদহ ৩ তুলি বিশ্বাস, মাগুরা ২ স্বাদিকুন নাহার, নড়াইল ২ জয়া বিশ্বাস, সাতক্ষীরা ৪ আকলিমা খাতুন, ইয়ূথ এগেইনস্ট হাঙ্গারের সহসভাপতি ইতি ব্যানার্জি, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন মুন্না, অনিক সাহা। সেমিনারে হোটেল রেস্তেরায় খাদ্য অপচয় রোধ করা যায় কিভাবে সে ব্যাপারে বক্তারা আলোচনা করেন।